ঢাকায় চিলির প্রেসিডেন্টের ৯৯ মিনিট!

Passenger Voice    |    ০১:৪৫ পিএম, ২০২৩-১০-১৯


ঢাকায় চিলির প্রেসিডেন্টের ৯৯ মিনিট!

চীনের বেইজিং থেকে সান্তিয়াগো যাওয়ার পথে টেকনিক্যাল ল্যান্ডিং-এর জন্য ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রা বিরতি করেছেন চিলির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।

বুধবার (১৮ অক্টোবর) রাতে গ্যাব্রিয়েল বোরিককে বহনকারী উড়োজাহাজটি ঢাকায় অবতরণ করে। 

যাত্রা বিরতিকালে চিলির প্রেসিডেন্টকে বিমানবন্দরে সময় দেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, জরুরি ভিত্তিতে বুধবার নয়া দিল্লিতে থাকা ঢাকাস্থ চিলির হাইকমিশন দেশটির প্রেসিডেন্টের উড়োজাহাজ ঢাকায় টেকনিক্যাল ল্যান্ডিং করবে পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি কূটনৈতিক পত্র পাঠায়।

কূটনৈতিক পত্রে বলা হয়, চিলির প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি বেইজিং থেকে সান্তিয়াগো যাওয়ার পথে বাংলাদেশের এয়ার স্পেস ব্যবহার করতে চায়। এক্ষেত্রে কারণ হিসেবে টেকনিক্যাল ল্যান্ডিং-এর বিষয়টি উল্লেখ করে চিলির ঢাকাস্থ হাই-কমিশন।

জানা গেছে, চিলির প্রেসিডেন্টকে বহনকারী উড়োজাহাজটি বুধবার রাত ১১টা ৪৯ মিনিটে ঢাকার বিমানবন্দরে অবতরণ করে। প্রায় ৯৯ মিনিট ঢাকার বিমানবন্দরে অবস্থান করেন বোরিক।


প্যা/ভ/ম